চেহারাটা দেখতে তোমার যেন নূরানী
বাস্তবতায় তুমি একটা মস্ত বড় হারামী!
সেজে পীর ভাঙ্গলে তুমি মানুষেরই বিশ্বাস
তোমার জন্য ধার্মিকরা পায়না যে আশ্বাস।
অবিশ্বাসী তুমি করলে বিশ্বাসের ঘর চুরি,
কথার বুলি মন ভুলানো তোমার নেই যে জুড়ি।
‘বিশ্বাস’ শব্দটা আজ অবিশ্বাসে গেছে ঢেকে
অভাগা মানুষ এখন বিশ্বাস করবে কাকে।
ভাল মানুষ মন্দ মানুষ লেবাস ঠিকই ভাল
বুঝব কেমনে কে শাদা আর কে যে কালো।


২৮ শ্রাবণ ১৪২৪, ১২ আগস্ট ২০১৭