সময়ের তালে দ্রুত বেগে
দিচ্ছ জীবন পাড়ি,
আলোর শহর আরও আলো
ভুলে গ্রামের বাড়ী।
শিকড় যদি যাও গো ভুলে
থাকেনা আর কিছু,
এতো গর্ব কিসের তোমার
অংহকারই নিচ্ছে পিছু।
দেশ সেরা বিদ্যাপিঠে পড়ে
শিখলে কি ধোকা,
নিজেরে তুই চিনলি নারে
রয়ে গেলি বোকা।
মানুষ যে আজ বুঝেনা কেন
মানুষেরই মন,
দূর করে সব একলা জীবন
ভুলে আপন জন।
আধুনিকতার নামে তুমি
প্রসার করো ‘বৃদ্ধাশ্রম’
যে তোমারে করলো লালন
তাঁর জন্যই জায়গা কম।


দাম্মাম, সৌদিআরব
আষাঢ় ১৪২৪, জুলাই ২০১৭