চারুলতা, চন্দ্রমূখী কোন নামে ডাকি
হৃদয় মাঝে তোরে যে বেঁধে রাখি,
চলনার ছলে দূরে হারালে আমায় ভূলে
দূর সিমানায় ঠিকানা কি খুঁজে পেলে।


ছায়াময় ছায়াছবি আঁধার কালো
ফিকে হলো এই জীবনের যতো আলো
দুঃখ নিয়ে পথ চলা, মাঝে পথ হারালো
যাযাবর জীবন দিয়ে, রইলে তুমি ভাল।


জাগ্রত মন বারে বার জানতে চায়
এমন করলে কেন? যদি তোমায় পায়।
তোমার ব্যথাগুলো শুধু যে কাঁদায়,
আলো দেখায়, সুখ স্মৃতি আমায় বাঁচায়।


    ২৫ অক্টোবর ২০১৫ ইং  ১০ কার্ত্তিক ১৪২২ বাংলা
    সময় বিকেল- ৫ঃ৩০ মিঃ দাম্মাম,সৌদিআরব।