দুরন্ত সেই প্রেমের কথা বলবো কি আর এখন,
সেই জীবনের প্রেমের আবেগ তরুণ বয়স যখন ।
ডাক মানেনা বুঝ মানেনা নিজের মতো চলে
কে কি বলবে তা শোনে কি সে না মানার দলে।


সুখে আসে চোখের জল কান্নাতেও আসে,
সুখের হাসি ঠোঁটের কোণে চোখে তা নাচে।


ভুলে যাওয়া বলা যতোটা সহজ ভুলে যাওয়া ততোটা কঠিন,
স্মৃতিতে ভেসে উঠে সেই প্রেম যায় না মুছা সেই সব দিন ।


কান্না যদিও কাঁদায় সুখতো হাসায়
দুঃখ চোখের কোণে জলের নদী তবু সুখ সাগরে ভাসায় ।


যে পথিক ভুলে পথ পাল্টে নেয় জীবন রথ
খুঁজে-ফিরে আপন ঠিকানা আসলে দ্বিধায়! তা কি অজানা।


২০ ডিসেম্বর ২০১৭