ক.
দূর করা তো যায় না এখন মন্দ থেকে মন
ছুটে বেড়ায় মন্দ পথে খুঁজে আপনজন ।
যারা ছিলো আপন আমার তাঁরা সবাই আঁধারে
নিজ থেকে আজ অনাচারে লোক সকলে বাঁধারে ।
খেতে-খেতে হারাম খাবার লাগেনা হালাল ভালো
দিনকে মোরা রাত করি যে' কালোকে বলি আলো ।


খ.
যা দেখি তা লাগে ভালো দেখিনা তার ভেতর কালো
আড়াল করে মন্দটারে মোরা দেখাই শুধুই আলো ।
দেখতে মানুষ সাদাসিধে রক্তে-মাংসে একটা পশু
চেহারা তার দেখতে দারুণ' করবে যে ভুল ভাবলে যিশু ।
দিন-দিনে মানবতা যাচ্ছে চলে যাদুঘরে
নামেই মাত্র মানুষ মোরা 'বুঝবে ক'বে গেলে মরে ?


০২ মে ২০১৯