হত্যা করে মুক্তি পাওয়া
দেখতে যদি চাও,
তবে সবাই সোনার বাংলা
বাংলাদেশে যাও।
যতোই তুমি অন্যায় করো
যতোই করো পাপ,
বিচারপতি করবে রক্ষা
শাস্তি দেবে কার বাপ।
শুধু তোমার পরিচয়টা
হতে হবে অন্য,
যতোই তুমি অত্যাচারী
হওনা যদিও বন্য।
তুমি নেতা তুমি মহান
তুমি দেশের কর্তা,
তোমার কথায় উঠবে-বসবে
দেবেনা তুমি পাত্তা।
মানুষ! তোমায় বলতে আমার
মনে লাগে ব্যথা,
বলবো কারে শোনবে কে
বাঙালীর দুঃখের কথা।
শোন বঙ্গবন্ধুর কন্যা তুমি
এখন আছে সময়,
কঠোর হাতে দমন করো
বাংলায় ভর করেছে ভয়।


২৩ শ্রাবণ ১৪২৪, ০৭ আগস্ট ২০১৭