আজ সকালে ঘুম ভেঙ্গেই দেখি পাশে তুমি শুয়ে
অনেক দিন পর তোমার দেখা।
এলোমেলো চুল, লিপিষ্টিকে গালে দাগ
শান্ত চেহারাটায় কোমলতা ভরা
হয়তো অনেকদিন পর আজ ‘শান্ত ঘুম’
কপালে আসা চুলগুলো হাতের আঙ্গুলে কানের পাশে সরিয়ে দিলাম।
তোমার ঘুম না ভাঙ্গে তাই-
কোন শব্দ না করেই বাথরুমে চলে গেলাম
তখন সময় হয়তো সাড়ে সাতটা বাজে
প্রতিদিনকার মতোই ঘুম ভাঙে আজও
শুধু আজ একটি ব্যতিক্রম, হঠাৎ তুমি পাশে কি করে?
ভাবতে ভাবতে আমি যেন ক্লান্ত!
ব্রাশ করতে করতে শোবার ঘরে আবার ফিরে এলাম-
একি! আমি তো 'থ' হয়ে গেলাম
একটু আগে তুমি ছিলে এখন কোথায় গেলে
রান্না ঘর, ছাদ, -----------সব জায়গায় খুঁজলাম।
অনামিকা! আসলে কি গত রাতে তুমি এসেছিলে?
নাকি এটা স্রেফ ‘হ্যালুসিনেশন’।


শ্রাবণ ১৪২৪, আগস্ট ২০১৭