ও বুবু তোর সোনার ছেলে থামা
দয়া করে চোখের পট্টি নামা।
ভুল করে যে রুখে দে তাঁর দাবা
সোনার বাংলায় কেনো রক্ত থাবা ।
সুশীল যারা আজ কেন চুপ তাঁরা ?
করছে ক্ষতি আশে-পাশে যারা ।
ও হাসু তোর 'যারা নৌকার মাঝি'
মানিস ? কেউ-কেউ যে বড্ড পাজি !
বুঝে নে বইন; লোকের চোখের ভাষা
কান দিস না তোর; দলের লোকের বাসা ।


অর্থ-
ভাষা- মনের ভাব
বাসা- মনে করা, অনুভব করা


বুধবার
২০ আষাঢ় ১৪২৫
০৪ জুলাই ২০১৮