উপরে আর উঠবে কতো
তেল আছে সেই বাঁশে,
অতি করলে ইতি হয় যে
শূন্যই থাকবে শেষে।
হায় মুজিব! হায় মুজিব!
রক্তে শোধিবে ঋণ,
এমন কিন্তু চায়নি তিঁনি
বুঝবে যে কোন দিন।
তিল হারালো কোন সে দোষে
ভুল ছবিতে তাল ঘটে,
দোষ খুঁজিলে জেল মিলে যে
শান্তি মিলে কোন তটে ?
ক্লান্ত সৈনিক তেল মেরে
বাঁশটি ফের তৈলাক্ত,
যেমনে উঠে উপরে! দেখে
নেত্রী হওনা বিরক্ত ?


২৯ শ্রাবণ ১৪২৪ ১৩ আগস্ট ২০১৭