রঙ্গের খুশি ছড়ায় আজ আবীর ছড়ায় প্রাণে,
এই খুশিটা টিকে থাকুক সকল মানব জনে ।
হাসুক সবাই খুশির বানে দূর হয়ে যাক দুখ,
কান্নার জল শুকিয়ে যাক সব ঠোঁটের কোণে সুখ ।
সুখের নায়ে ছড়ে মোরা খুঁজে নেবো দিক,
আলোর পথে আসবে হেঁটে ভুল ভেঙ্গে সঠিক ।
ভালোর খবর রটবে গ্রামে মন্দ তখন যবে,
ভালোবাসায় মিলে-মিশে মানুষ সবাই র'বে ।


যারে আমি কাছে টানি সেই থাকে দূরে-দূরে,
তার কারণে আকাশ-বাতাস এক করে আসি ফিরে ।
ফিরে এসে বুকের তাঁহার সুখের গোলাপ ফোটাই,
দুঃখ গুলো দূরে নিয়ে দূর অজানায় লুকাই ।
সকাল হলেই সূর্য হাসে সন্ধ্যে হলে তারা,
রাতের কালে আঁধার কালো জেগে আছে যারা ।
অনেক কথা জমে থাকে অনেক প্রেমের গল্প,
রাতের কালেই দুঃখ কমে ধীরে-ধীরে সল্প ।


২১ মার্চ ২০১৯