কামলা খাইটা যে মাথার ঘাম
যখন পরে মাটিতে,
সে টেকাতে ঘর চলে তোর
তবু পা পড়েনা মাটিতে ।
জনতা থেইকা ঘুষ নিয়ে তুই
বাচ্চা পড়াস স্কুলে,
বৌয়ের গয়না লোভ যে সয়না
হারাচ্ছিস দুই কূলে ।
মাসের শেষে মাইনে যতো
দেশে পাঠায় সবটা,
ভাগ্য আবার কখন খারাপ
চলে যাবে জব্‌টা ।
প্রবাসে যারা তাঁরাই আসল
সত্যিকারের দেশ প্রেমিক,
প্রবাসীদের মন্দ বলে; নিয়ে যাবি
দেশটাকে বল কোনদিক ?
আলোচনায় আসতে তোরা
পাসনা কি আর প্রন্থা
কামলা যারা তাদের থেকে
দূরেই ভালো, দূরে থা।



সূত্র- লিংক প্রথম কমেন্টেস এ-