নিজের কথা নিজের মাঝেই বন্দি রাখো যখন
গুমরে মরে মনের মণি বুকের ভেতর তখন,
"আছে যা বুকে বলো তা মুখে
রাখবে না আর কভু তাকে রুখে,"
হালকা হবে মনের বোজা; সুখের দেখা এখন ।


তোমার কান্না তুমিই কাঁদো কাঁদেনা তো কেউ
হাসবে ওরা তোমার দুঃখে করবে পিছে ঘেউ ।
"নিজের মাঝেই স্বর্গ সাজাও
মনের মাঝেই বাঁশি বাজাও"
সুখের নগর খুঁজলে তুমি আসবে ফিরে সেও ।


মনের ঘরে বসত করে সুখ দুঃখ আর কান্না
প্রতি ফোঁটা জলের মাঝেই হিরা-চুন্নি-পান্না
"বুকে ক্ষত মুখে হাসি
জীবন কতো ভালোবাসি"
দূর করে দুখ মনের সুখে সুখের করি রান্না ।


ডুবে মানুষ মোহ মায়ায় ভুলে গেছে মানবতা
আপন দোষে মুক্ত তিনি; থাকে যার হাতে ক্ষমতা ।
"সবাই পাপী অপরাধী
তাঁর চোখে সব পাপী বাদী"
করছে যে লুট হস্ত যুগল; দেখায় না কোনো মমতা ।


চোখেতে জল বুকে ব্যথা মনে স্বপ্ন হাজার
সাজাবো ঘর সুখের বাসর এই যে শান্তিই বাজার,
"ধৈর্য্য ধরে থাকলে পরে-
আসবে যে সুখ ফিরে ঘরে",
অবশেষে সুখের রাজ্য সাজবে সুখি রাজার ।


১৩ মে ২০১৯