দেশ জননী হইয়া তুমি
  কেমনে দিলে খোঁটা,
    লাখো খেয়ে ঘরের ছেলে
       হয়নি কি গো মোটা ?


চোখে তোমার কীসের পট্টি
   দেখো না তো দোষ,
      নিজের ছেলে পাশ করে যায়
          দশে মিলে দশ।


পরের ছেলে রাষ্ট্র দ্রোহী
  নিজ ছেলে দেশপ্রেমিক,
    হাজার অন্যায় মাফ পেয়ে যায়
      পরের জন্য ধিক্‌ ।


কেমন তুমি নিষ্ঠুর ওগো
  হত্যার করো হুকুম,
    সময় বদলে সময় আসবে
      ভাঙ্গবে ক’বে ঘুম ।


সেরা তুমি নিজেই বলে
  হয়না হওয়া সেরা,
    ‘প্রজার চোখের ভাষা না বুঝ’
       রবে’না তো বেড়া ।


শুক্রবার
  ২৯ আষাঢ় ১৪২৫
     ১৩ জুলাই ২০১৮