শোন বলি এক পাগলের কথা
কাব্য তিঁনি ভালবাসেন,
শ্রম দিয়ে তাঁর মেধার গুণে
তিলে-তিলে গড়ে তোলেন।
এক পরিবার এই যে সংসার
সবাই মিলে একখানে,
মজিল কবিরা সব কাব্য প্রেমে
মিশে যাই একই প্রাণে।
আছে বলেই “কবিতার আসর”
আসে কতো শতোক কবি,
   -আঁকছেন মনের মাধুরীতে
লক্ষাধিক কাব্যের ছবি।
দিনে-দিনে বাড়ছে আরও কতো
কবিতা লক্ষ-লক্ষ,
চলছি সঠিক পথে সত্য রথে
হারাবোনা দিক কর্তা যে দক্ষ।  


৬ ভাদ্র ১৪২৪, ২১ আগস্ট ২০১৭


উৎসর্গ- (এডমিন পল্লব ভাই)