মেঘ তুমি কার?
যে ঝরে বারো মাস।
রাত তুমি কার?
যে ছাড়ে দীর্ঘশ্বাস।
                   পাখি তুমি কেনো গাও গান?
                   দুঃখির করতে শীতল প্ররাণ!
                  ফুল তুমি কেনো ছড়াও ঘ্রাণ?
                      অভাবীর ভরে দিতে প্রাণ!
     নদী তুমি কেনো বয়ে চলো জলের ধারা?
  সাগর ওখানে জলের প্রতীক্ষায় আছে খাঁড়া।
এতো জল তবু কেনো মিটেনা তোমার স্বাদ?
আরো চাই যতো পাই তোমার কী এমন বিস্বাদ ।