দেখবো বলে আকাশ আমি
হলাম ঘরের বাহির,
    হয়নি দেখা; করছি তবু
দেখছি বলে জাহির !


মেঘের বুকে হাঁটবো বলে
  খুঁজে মেঘের নুড়ি,
জল হয়ে যায় মেঘের কণা
এই যে রূপের ঝুড়ি।


দেখতে সাগর বিশাল আকার
   বুকে নিয়ে ঝিনুক,
           বসে থাকি মুগ্ধ হয়ে
সাগর আমায় চিনুক ।


শুক্রবার
৮ আষাঢ় ১৪২৫, ২২ জুন ২০১৮