মানুষ আমি আজো জানি হয়নি চেনা মানুষ,
কীসের লোভে কোন সে মোহে হারায় শুধু হুঁশ।
আত্ম গ্লানি ভোগে সবাই দেখেনা তো সুখ,
হাতের কাছেই সুখের নদী বুক ভরা তার দুখ।
পরের সুখে আগুন বুকে সয় না যে তার অন্তর,
নিজের ভালো নিজেই খুঁজে মন্দে ভরোক বন্দর!
যা পেয়েছে চায় যে আরো চাওয়ার নাই যে অন্ত,
খেতে-খেতে পেট বেড়েছে হয় না তবু ক্লান্ত!


মার্চ ২০১৯