সত্য সে তো চির কালই জ্বলে তাহার আলো
মিথ্যেরা সব এক হয়েছে তাইতো এতো কালো ।
দেখতে তারে লাগে যেনো শুকনো ফাগুন ফুল
অতি মোহে মিছের পিছে চলছে করে ভুল ।
জাগবে যখন সত্যরা সব মিথ্যে পালায় দূরে,
সাজবে জীবন সুখে-সুখে বাজবে যে গান সুরে ।
বসে আছি সেই দিনই আশা নিয়ে বুকে,
সত্য বলার লোকরা যারা থাকবে সবাই সুখে ।
করবে গর্ব দেশ ও জাতি সাজবে সোনার বাংলা
ততো দিনই থাকবে যে দেশ আস্ত একটা জঙ্গলা ।


৩১ মার্চ ২০১৯