বন্যা নকল ঝর্ণা নকল
নকল জলের ধারা,
দেখা নকল শেখা নকল
নকল পাগল পারা।
বাড়ী নকল গাড়ী নকল
নকল পথটি চলা,
চাঁদনি নকল রাতটি নকল
নকল কথা বলা।
‘বাবা’ নকল দাবা নকল
ভন্ডের কারখানা,
জ্যেষ্ঠ নকল সূক্ষ্ণ নকল
মিথ্যের বাঁধে দানা।
যুদ্ধ নকল শুদ্ধ নকল
নকল মেশিন গান,
ভয়  যে নকল ক্ষয় যে নকল
নকল যে ঈমান।
সত্য নকল মিথ্যে নকল
আর কতো বা বলি,
পাই যা খাঁটি আসল যতো
তার সাথে পথ চলি।