ক.
আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে
এই বাড়ালাম হাত,
স্বপ্ন আমার ঘুমেই ছিলো
হয়নি শেষ আর রাত!


খ.
রাতের শেষে দিনের আলোয়
পাইনি তোমার দেখা,
অন্যের মনে ছিলে তুমি
তার মনেতে আঁকা ।


গ.
দিনের আলোয় শান্ত সবই
ভয়ংকর সে রাতে,
নিজের মোহে ডুবে থেকে
কী রাখে যে সাথে ।


ঘ.
তোমার মতো আছো তুমি
ভাবছো না আর আমায়,
আমায় নিয়ে থাকি আমি
রাখবো মনে ক্ষমায়।


ঙ.
কোথায় থেকে এলে তুমি
যাবে কোথায় শেষে,
দুই দিনের এই রঙ্গের খেলা
ভাঙ্গবে অবশেষে!


৬ আগস্ট ২০১৮