প্রেম বিরহে কাঁদে প্রেমিক বুকে প্রেমের জ্বালা
প্রেয়সী তাঁর থাকে দূরে মনের মাঝে তালা ।
খুলতে তালা চাবি যে তাঁর প্রিয়ার কাছে থাকে
আসবে বলে প্রিয়া যে তাঁর দূরে-দূরে রাখে ।
রাখার কথা বুকের মাঝে রাখছে মাথায় তুলে
সেই সুযোগে প্রিয়া তারে রাখছে শুধু চুলে ।
চুলের মাঝে কীট যেমন সব; চায়না কেউ রাখতে
হারালে সে বুঝবে তখন বুঝেনা পাশে থাকতে ।


লাগলে ব্যথা কভু মনে অশ্রু ঝরে চোখে
বুকের মাঝে জমা কথা হয়না বলা মুখে ।
চোখের ভাষায় বুঝে নিলে বলার ছিলো যা
হাসি মুখের মানুষটারও ভেতর অনেক ঘা ।
লুকিয়ে সে ব্যথার প্ররখ কাটছে জীবন বেশ!
মেকি হাসি ধরতে পারলে দেখবে দুঃখের রেশ ।


৩০ এপ্রিল ২০১৯