যার গেছে তার বুকের ব্যথা
বুঝবে তুমি কি?
দুঃখের আগুন জ্বলে বুকে
তুমি ঢালো ঘি।


দুঃখ যে তার চির সঙ্গী
মনে করে দাও,
তিলে-তিলে যাতনা বাড়ে
তুমি যে কি চাও?


কান্না যে তার চোখের জলে
তুমি নৌকা বাও,
রোমাল কেঁড়ে নিয়ে তুমি
বলো কি সুখ পাও ?


হাসি যে তার ঠোঁটের কোণে
তোমার লাগে জ্বালা,
সে যদি হয় সুখি; কেন?
তোমার মুখটি কালা।


তোমার মাঝে তুমি থাকো
তার মতো সে বাঁচলে,
তোমার ক্ষতি নেই যে তাতে
তার সুখ জীবনে আসলে।