বৃথাই ঘুরে দেশ-বিদেশে
সুখ পাখিটার খুঁজে,
মনের সুখ বন্দীযে তোর
গাঁয়ের পুকুর পাড়ে।


     ধানের ক্ষেতে শস্য ফুলে
     নদীর কল-কল ধ্বনি,
     পাখির কিছির-মিছির সুরে
     পাবে সুখ সব এক্ষানেই।


হারিয়ে এলি শিশু, বাল্য, যৌবনের আধ-খানি
ফেলিনা আজও খুঁজে মরার সুখ পাখি,
খুঁজে দেখ নিজের মাঝে, আপন মনে রয়েছে অবদি
দেখবি তবে, এতো সব ঘুরা-ঘুরি, যত্র-সব পন্ডশ্রম।


     ১৪ই অক্টোবর ২০১৫ ইং
     সকাল-১১ঃ০০
     দাম্মাম-সৌদিআরব।