'সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে
শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়নী নমস্তুতে।'
বিঙ্ক্যবাসিনী রক্ষা করো বিপন্ন এই জাতি
ঊষার আলো অগ্নি হয়ে ছড়াও দেবালয়।
মহিষাসুর ঘুরে এই সমাজে আজও আছে শুম্ভ-নিশুম্ভ
আবার পাঠাও মহিষমর্দিনী ফুটুক নতুন করে নব আলো।
মুছে ফেল অন্ধকার যামিনী আলোর মিছিলে সামিল করো,
গুরাকা জনপদ জাগাও সাহস অঘ বির্সজনে, আনো সাফল্য।
সুখী করো শান্তি করো শান্ত করো এই মহি,
কমলাকর থেকে দূরে রাখ কদর্য মেধ্য মম সৌন্দর্য আনো স্বর্গ।
ইলার মাঝে ছড়াও পরম আদর পরেমেশ্বর!
"সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে
শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়নী নমস্তুতে।"


শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
০১লা কার্ত্তিক ১৪২২, ১৬ অক্টোবর ২০১৫
রাত-০৮.৩০ মিঃ


উৎসর্গঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা(প্রায়) ১১০ কোটি ধর্মাবলম্বীদের শারদীয় উপহার।


#সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে
শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়নী নমস্তুতে
অর্থঃ-হে দেবী সর্বমঙ্গলা, শিবা, সকল কার্য সাধিকা,
       শরণযোগ্য, গৌরি ত্রিনয়ণী, নারায়নী তোমাকে নমস্কার।।
#বিঙ্ক্যবাসিনী=দুর্গা #বিপন্ন=বিপদ্‌গ্রস্ত
#মহিষমর্দিনী=মহিষাসুরবিনাশিনী দেবী(ব্রহ্মাণী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, নারসিংহী, ঐন্দ্রী)
#যামিনী=রাত্রি #অঘ=পাপ #গুরাকা=তন্দ্রা, আলস্য
#মহি=পৃথিবী, ধরণী #কমলাকর=যেখানে অনেক পদ্ম জন্মে।
#কদর্য=কুৎসিত,লোভী #মেধ্য= পবিত্র,শুদ্ব
#ইলার=পৃথিবীর #পরেমেশ্বর=প্রভূ, ঈশ্বর