ভালবাসি না আমি তোমায়
এতোটুকুও নয়, সত্যি বলছি।
তবু কেন? যে দিন তুমি আসোনা
"আকাশে থাকেনা নীল
রাস্তা গুলো হারায় দিক
পাখিরা গায়না গীত।"
যে দিন তুমি থাকনা শহরে--
ধুসর চারিদিক,
ভাল থাকেনা মন প্রাণ অন্তর
সত্যি বলছি, ভালবাসি না তোমায়।


যখন তোমায় দেখিনা--
কেন যেন হয় এমন,
ফুলেরা ফুটেনা, নদীরা চলেনা
চাঁদ-তারা-রবি, আসে না অলি।
ক্লান্ত পথিক খুঁজে না নীড়
শহরে থাকেনা যেন ভীড়।
সময়ের চাকা, ঘড়ির কাঁটা
থমকে দাঁড়ায়, পিছনে তাকায়।
শূন্য সড়ক রিক্সা টেম্পু অটো
আজ যেন কোথাও যাবে না কেহ?


না; তোমাকে রাখিনা মনে
জ্বলে না সন্ধ্যা-রাতে আলো
সবখানে যেন আঁধার কালো।
সুন্দরের দিন পুরালো-
আমি থাকতে পারি না ভাল।


      তাং-৩০ অক্টোবর ২০১৫ ইং  ১৫ কার্ত্তিক ১৪২২ বাংলা
        দাম্মাম, সৌদি আরব।       রাতঃ- ০২ঃ৫০ মিঃ