করি মোনাজাত তোলে দু’হাত, শোন গো ফরিয়াদ
ক্ষমা করো, করে দাও মাফ, যতো ছিল অপরাধ,
তুমিই দয়ার সাগর, তুমি রহী্‌ম-রহমান
তোমার করুণায় বেঁচে আছি, জীবন বহমান।


গড়িয়াছ এই জগৎ সংসার তুমি আপন হস্তে
স্বর্গ হতে পাঠালে মানব মনুষ্যত্ব করে নেস্থ,
হেলায় হেলায় কাটে যে বেলা দিয়ে অন্যেকে কষ্ট
বৃথায় গেল এই জীবন, সময় করেছি নষ্ট।


সে পথে চালাও যে পথে চলে তোয়ার প্রিয় বান্দা
মন্দ থেকে দূরে, সত্যের পথে-নয় ভুল কোন ধান্ধা,
আল-আউয়াল আল-আখির তোমার তরে আমি
বিলীন, আল-ওয়ালি আল-বারর রক্ষা করো অন্তর্যামী।


১৪ নভেম্বর ২০১৫ ইং
৩০শে কার্ত্তিক ১৪২২ বাংলা
০২ সফর ১৪৩৭ হিজরী
   শনি বার


অর্থ-
আল-আউয়াল> সর্বপ্রথম, যার কোন শুরু নাই
আল-আখির> সর্বশেষ, যার কোন শেষ নাই
আল-ওয়ালি> সুরক্ষাকারী বন্ধু, অনিগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু
আল-বারর> কল্যাণকারী।