আজ স্বর্গ এসে দাঁড়ালো আমার দুয়ারে
শান্তির পরশ আঁচল লুটালো শিয়রে
খুশির বন্যা বয়ে গেল এই অন্তরে
হাসি-আনন্দ আজ মন নাচে, সুখ এই বন্দরে।


আত্মীয়-স্বজন প্রতিবেশী,মনে মনে একটু অখুশি
ফের তনয়া, এই কি বাহানা
ছেলে চাই সর্বজনে,
আমি বুঝিনা তফাৎ কিসে-
ছেলে-মেয়ে একই সুঁতে,
সেঞ্চুরীর এই যুগে মেয়ে কোথায় পিছে।
সম কাঁধে পথ চলা, কোথাও কোথাও ছেলেরা পাছে।


পিতার কাছে মেয়ে সর্বক্ষণ রাজকুমারী-
ছেলেরা কখনো রাজকুমার, কখনো জাতির মহামারী।।


রচনা কালঃ-
১৫ই নভেম্বর ২০১৫ ইং/ ০১লা অগ্রহায়ণ ১৪২২ বাংলা
০২রা সফর ১৪৩৭ হিজরী / রবিবার


(বি দ্রঃ-)
আজ ১৫ নভেম্বর ২০১৫ ইং তারিখে-
(আমি ও আঁখির (আমার স্ত্রী)সংসারে আমাদের দ্বিতীয় মেয়ের জন্ম।)