এক সাথে চলা মানে পাশে থাকা নয়,
মুখে বললে ভালবাসি তা ভালবাসা নয়।
কাছে থাকা মানে আপনজন, তা কি হয়?
দূরে থেকেও কাছে-পাশে-হৃদয়ে মিশে রয়।
কথা না বলেও সব ভাষা বুঝা যায়
প্রিয়ার চোখে তাকিয়ে বেঁচে থাকা যায়।
শত ব্যথা নিয়ে বুকে, তবু মন খুশি পায়
মৃত্যুকে দূরে ঠেলে জীবন পাওয়া যায়।
আঁধারে হাত বাড়িয়ে আলোর দেখা
বদলে দেয়া যায় হাতের রেখা।
শূণ্য হাতে বিজয়ী বীর জয় করে ধরা
না দেখে প্রিয়ার মুখশ্রী প্রেমে পড়া
অন্ধ নয়নে সৌন্দর্য্য অবগাহন
দেখা শ্রাবণ বসন্ত বর্ষা অগ্রাহায়ণ।


রচনাকাল-শনিবার, দাম্মাম সৌদিআরব
২৮ নভেম্বর ২০১৫, ১৪ অগ্রাহায়ণ ১৪২২, ১৫ সফর ১৪৩৬ হিজরী