দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর
এই তো সেই দিন তোমার দেখলাম,
একটু আলো একটু আঁধার!
শীতের অত্যাচার অল্প-সল্প ঠান্ডা ছিল
কুয়াশায় জড়ানো চারদিক ক্লান্ত বিকেল।
সেই দিনই প্রথম দেখা, তার আগে কখন দেখিনি
ভাবনায়ও ছিলেনা তুমি।
জান? তোমার জন্য আমাকে আর আমার জন্য তোমাকে
করেছেন সৃজন রব নিজ হাতে।


মিষ্টি হেসে আড় চোখে তাকালে
তখনই মন-প্রাণ-অন্তর কাঁড়িলে।
লাল শাড়ীতে সেজেছিলে যেন রাঙা বধূ
ফেরাতে পারিনি নয়ন এক পলকও কভু।
ধীরে ধীরে তুমি হয়ে গেলে আপন
তোমাকে নিয়েই আজ দিবস-রজনী যাপন।