একটু হাসি দেখবো বলে, সাত সাগর তের নদী দিলাম পাড়ি
বলছোনা যে কথা, মা গো আমার, করলে নাকি আড়ি
পাগল ছেলে আমার, হেসে মা, জলদী আয় ফিরে বাড়ী।


স্কুল ব্যাগ সাথে টিফিন জলের বোতল দিতে ঠিক করে
ছেলে আমার বড্ড বড় অফিসার হবে, বড় স্কুলেতে পড়ে,
বলার আগেই বুঝে যেতে সব, প্রার্থনা সুন্দর জীবন যেন গড়ে।


হইনি বড় অফিসার গো মা, নয়তো বড় কর্তা বাবু
তবু ভাল আছি যেমন আছি, সুখেই কাটে দিন-রজনী!
তোমায় ছাড়া উদাস সময়, একা জীবন বড় কাবু।


সকাল থেকে রাত, মাগো কাটে কষ্টের কাজে
দু’বেলা-দু’মুঠু ভাতের তাগিদে এলাম প্রবাসে
ভাল থাকার অভিনয়ে আমার জীবন সাজে।


হাজার কষ্টের মাঝেও মাগো, পেয়ে যাই সুখের পরশ
শোনলে তোমার কেমন আছো খোকা ফোনে ডাক
ভরে যায় খুশিতে মন, খোদার পরে তোমার আরশ।


তোমাদের ছেড়ে একলা জীবন, আছি অনেক দূরে
হাত বাড়িয়ে যায়না পাওয়া মাগো, কেমন আছি
তুমি পেয়ে যাও খবর, যতোই থাকি অচিন পুরে।



রচনাকাল-শনিবার,দাম্মাম,সৌদিআরব
২৬ই ডিসেম্বর ২০১৫ খ্রীষ্টাব্দ
১২ পৌষ ১৪২২ বঙ্গাব্দ
১৩ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরি


উৎসর্গঃ- হাজারও অভাগা বাঙালি প্রবাসীকে,
যারা জীবনের তাগিদে বছরের পর বছর বিদেশে পড়ে রয়েছে।
***********************************