পরিবেদিনী তুমি গড়িলে-
সুবাসিনী আমায় বানালে,
ভূপতির আক্রোশের শিকার হয়ে
বিষ্ণুপ্রিয়া থেকে কলঙ্কিত বরাঙ্গনা
বিভীষণ জীবন আজি।
একদা সায়াহ্নে পিতা মরিল গলায় জড়িয়ে ফাঁস
মহাপাতক জেনেও, মানুষ্য বিলীন, মিত্রত্ব বিনাশ।      
সহজেতর কর্ম দেখে সবিত্রী আমার শয্যাশায়ী
করুণার দয়ায় বেঁচে আছি, অঙ্গনা সমাজের তলানী।


১৪,১০,২০১৫ ইং


অর্থ-
পরিবেদিনী=বড় অবিবাহিত থাকিতে চোটর বিয়ে হয়ে যাওয়া।
সুবাসিনী=পিতার বাড়ীতে থাকা নারী।
বিষ্ণুপ্রিয়া=লক্ষী,  বরাঙ্গনা=বেশ্যা,   বিভীষণ=অতিশয় ভয়ঙ্কর
সায়াহ্ন=সন্ধাকাল,     মহাপাতক=অত্যন্ত পাপ,
মানুষ্য=মানুষের ধর্ম,      মিত্রত্ব=ব্ন্ধুত্ব,
সহজেতর=অস্বাভাবিক,    সবিত্রী=মাতা,জননী
অঙ্গনা=নারী।