মনটা আমার হারিয়ে গেছে পাই না খুঁজে তারে
পাইনা দেখা তার, মনটা জমা দিয়েছিলাম যারে।
বন জঙ্গলে ঘুরি-ফিরি নদী ঘাট নগর-বন্দরে
আগুন জ্বলে তোর বিহনে বুকের মাঝে অন্তরে।
তুই যে আমার প্রাণের প্রিয়া চলে গেলি কোন দূরে-
তোর প্রতীক্ষায় কাটে বেলা, আসবি কবে বলনা ফিরে।
কোথায় গেলি, কেনইবা দুঃখ দিলি, গিয়ে সরে
পাইনা তোরে, বলেনা কেউ, গেলি কি তুই মরে।
ভুল হবেনা ভুল করেও, কখন যে ভুল; ভুল করে,
গাইবো সেই গান তোর নামে যে, মনের সুরে সুর করে
তুমি-আমি মিলে-মিশে থাকবো জনম-জনম ধরে
বাঁচবো আমি তোমায় পেলে, না পেলে যে যাবো মরে।


রোববার
দাম্মাম, সৌদিআরব
১৭ জানুয়ারী ২০১৬ খ্রীষ্টাব্দ
৪ মাঘ ১৪২২ বঙ্গাব্দ
৬ রবিউস্ সানি ১৪৩৭ হিজরি