একদিন কেন বিশ্ব ভালবাসা দিবস,
প্রতিদিন কেন নয় ??
এই তো আমার সংস্কৃতি নয়, তবু!
অন্যের সংস্কৃতি কেন আমি করি ধারণ
মৌলবাদী হয়ে কি যাব? যদি করি বারণ।
যে সকল নর-নারী, কোন মোহে ছাড়ে ঘর
আপনারে ভুলে, ইজ্জ্বত-সম্ভ্রম কর পর।
এই কোন পথে তুমি পা বাড়াও,
ভুল সংস্কৃতির দলে ঈমান হারাও।
ভালবাস মা-বাপ, ভাই-বোন, আত্মীয়-স্বজন,
দাদা-দাদী,নানা-নানীকে ভালবাসবে করো পণ।
ভালবাসবে! বাস দেশ মাটি মা, মানুষকে
গরীব দুঃখি দুঃস্থ এতিম অভাবী আছে যে।
ভালবাস প্রকৃতি নদী সাগর বাংলার মাঠ
সাজাও দেশ জাতী, ভাল শিক্ষার নাও পাঠ।
যা করছ তুমি গিয়ে আধুনিকতার মিছিলে
তা নয় তোমার ভুলে কেন যাও বার বার
কি দেবে জবাব রব তোমায় জিজ্ঞাসিলে।
তুমি মুসলমান,বাঙালী,কেন হারাও আপনার মান
খুঁজে দেখ তোমার উজ্জ্বল ইতিহাস
কোথাও নোয়ায়নি শির, এই সে মহান বীর।
কেন হও অন্যের অধীন, তুমি আজ স্বাধীন
ভুলে যাবেনা পরিচয়, কেন হবে পরাধীন?