বাংলা আমার মুখের ভাষা শিখেছি মায়ের কাছে,
অন্য ভাষা যতোই জরুরী হয় না কেন? থাকবে কিন্তু পাছে।
ভাষার প্রতি ভালবাসা, যা দেখাও!!  আসলে তা সব মিছে,
ঘুরে ফিরে আসতে হবে বারে বারে এই ভাষারই কাছে।
আধুনিক মর্ডান সেজে বলছ কথা বাংলিশ এর সুরে
কি সুখ পাওগো তুমি বাংলাকে অপমান করে।
ছেড়ে সব ভুল মন্দ কালো এসো আপন ঘরে,
মা যে তোমার প্রতীক্ষায় ছেলে আমার আসবে ফিরে।