অগ্নি কোণে তুমি আমি বায়ু কোণে
সদায় কাঁদি তোমার লাগি দুঃখ মনের কোণে।
কোথায় হারাই কোন বনেতে কোন খানে
মিলবো বলে তোমার সাথে,
জিদ জাগে যে এই মনে।
আসছি বলে সেই যে গেলে চলে
ফিরলেনা আর কেন? কোন ভুলে
পাচ্ছিনা তো দিক যে আমি খুঁজে
পথ হারিয়ে পথের মাঝে সুর তুলে।
কোন মোহেতে, পর করিলে কোন লোভে
ভুলে আমায় আছ তুমি কেমন করে?
আমি ছাড়া বাঁচ না তুমি, শূন্য সবে
সেই আমাকে এক নিমিষে দিলে পর করে।
তুমি বীনে জীবন নদী গেল থেমে
আসবে কবে ফিরে, আয় না রে নেমে
এক পথেতে চলে আমি পড়েছি জ্যামে
ক্লান্ত আমি খুঁজে খুঁজে, গেলাম বড্ড ঘেমে।