মৃত্যু রোজ চল্লিশ বার ডাকে কাছে
পালিয়ে বেড়াই মৃত্যুকে রেখে পাছে
তবু নিদারুণ মৃত্যু থাকে পিছে পিছে
সময় ফুরিয়ে গেলে কি আর কেউ বাঁচে।


যতোই করি বাহানা আমি মিছে মিছে
ছাড়বেনা আমায় মারবে কিন্তু পীষে
মুক্তি আমার মিলবে কোথায় কিসে
খোঁজে দেখছিনা আজও অভাগা আমি যেচে।


০৫ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ