শিব–পার্বতী এক সাথে, থাকে ত্রিশূল শিবের হাতে
চক্র হাতে বিঞ্চু আছেরে ভাই লক্ষীর সাথে
তীর-ধনুকে রাম-সীতা প্রেম লীলা
শ্রীকৃঞ্চ-রাধিকা বাঁশির সুরে মাতাল।


ধাঁধা আমার এখানে---
শিব-পাবর্তী, বিঞ্চু-লক্ষী, রাম-সীতা সবাই অস্ত্র হাতে,
শ্রীকৃঞ্চ-রাধিকা কেন শুধু বাঁশির সাথে?