আমি ভালবাসার কাব্য, হারানোর থাকে সদা ভয়
প্রকৃতি কিংবা বিরহ কোথাও রক্ষা নয়
বিশাল আকাশ তার মাঝে আমি হারাই
আমায় পাবেনা কেউ খুঁজে, নক্ষত্রের পেছনে আঁধার
আলোর সন্ধানে সবাই, আমি হারিয়ে যাই বেনামে
রোজ হারাই নানা নামে, কোথায় খোঁজ বৃথায়।
যতোই আমায় বেঁধে রাখ, শিকল পায়ে বন্দি করো
আমি যাব হারিয়ে, পারবে না আমায় রাখতে কোন বাঁধনে।
তোমাদের এই সভ্য সমাজে আমি খেলার পুতুল
ইচ্ছে হলে আদর করো,
কখন বা কেজি দামে মুদির দোকানে বেচ
তখন তো এতো হাহুতাশ করোনা
চুরি হয়ে গেছে সন্তান আমার একবারও বলো না।
আজ যখন আমি শ্বাস পাচ্ছি অন্যের জারজ সন্তান হয়ে
পিতা!!! তোমার কেন এতো অভিমান
ভুলে যাও এই সব, তোমার প্রতিভা তোমারই আছে
পারবে না কেউ তা ছিনিয়ে নিতে
দুঃখ করোনা আমি তো তোমারই সন্তান।


@না বলে কেউ কপি করবেন না।
বলুন-faizbd1@gmail.com