আমার দুঃখ তুমি, তুমিই সুখ
ব্যথা আমার যতো, তোমাতে আরাম ততো
কান্না আমার তুমি, তুমিই হাসি
তবু আমি তোমায় ভালবাসি।
তুমি আমার জান্নাত, তুমি জাহান্নাম
ইচ্ছে তুমি নিরাশা তুমি, তুমি মান্নাত।
চাওয়া তুমি, পাওয়া তুমি, তুমি অধিকার
মনের কোণে জমে কতো স্বপ্ন নিরাকার।
রাত তুমি, দিন তুমি সন্ধ্যা-দুপুর
সুর তুমি, গান তুমি, বাজে নূপুর।
কথা তুমি, নীরবতা তুমি, কাব্য তুমি
তুমি কবিতা গল্প উপন্যাস
জয় তুমি, তুমি আমার সর্বনাশ।
বিশ্বাস তুমি, তুমি ছলনা, নিরাশা তুমি,
তুমি খেলনা, স্বাধীনতা তুমি, তুমি পরাধীন
তুমি দাস প্রথার মতো, তোমাতে আমি বিলীন।
ঘৃণা তুমি, মুখ ফিরিয়ে চোখ মেলে না দেখি,
জীবন আমার, মরণ তুমি, তুমিই আশিকি।


শুক্রবার- দাম্মাম,সৌদিআরব
২১ ফাল্গুন ১৪২২
০৪ মার্চ ২০১৬