এক তারিখ এপ্রিল, পৃথিবীতে হয়ে ছিল মস্ত বড় ভুল,
তাঁহারা আজ, সেই ভুলকে করছে পালন এপ্রিল-ফুল।
ধোঁকার ছলে মিথ্যের বলে, হত্যা করলি দশ লাখ লোক,
আমরা ভুলে গেছি ওদের, নেই মনে এতোটুকু শোক।
একটু তুই, খুঁজে দেখ ? দেখনারে খুঁজে ইতিহাস,
কতোটা করেছিল ওরা ধর্মের নামে, মানুষের উপহাস।
এক মিলিয়ন শহীদি আত্মা আজও নীরবে কাঁদে,
যুগে যুগে অসুর, রাবণ, শয়তান দেখ অট্টহাসে।


তাঁহারা নামে মানবতার মোড়ল, ধ্বংসের ঠিকাদার,
ভুলে গিয়ে সেই সব আমরা আজি ওদের ভাবছি অন্নদাতা।
আসলে তাঁহাদের হাতে লাঞ্ছিত মানবতা ! শুধু হাহাকার,
উঁহারা নয় কভু কখন তোমার-আমার বাগ্যে বিধাতা।


ভেঙ্গে দে দাসত্বের শৃঙ্খল, হয়ে যা মুক্ত বিহঙ্গ
শুধু মানুষের জন্য ভালবাসায় উজাড় কর সারা অঙ্গ।


শুক্রবার ১৮ চৈত্র ১৪২২,
০১ লা এপ্রিল ২০১৬