এক
ভাল মানুষ সেজে তুমি করছো কবিতা চুরি
ধরা খেয়ে যাচ্ছ বাপু, চোর তোর মুখে কালি
বদহজম হবে কাব্য, বেড়ে যাবে তোর ভুঁড়ি।


দুই
ওরে চোর তোর মুখে দেবো চুনকালি
ধরা পড়লে হবে ধোলাই, সবাই দেবে গালি,
হয়নাকিরে এতোটুকু তোর হায়া লজ্জালাজ
অভিশাপে কখন যে, তোর মাথায় গর্জে বাজ।


তিন
চুরি হয় কবিতারা, চুরি হয় গল্প,
চোরের আশা বড়, বিবেকটা অল্প,
দেখায় প্রতিভাবান সে? কি যে বড় কল্প,
এতো শখ কবি হতে? নিয়ে জ্ঞান স্বল্প?


চার
চোরের কেন যে কবি হবার এমন বাসনা জাগে,
লোভ তার, এভাবেই হবে নাম ডাক
ভীরু মনে আশা তার, সত্য প্রকাশ না পাক,
কবিতার জন্মদাতা কবি ন্যায্য কারণেই রাগে।


বিঃদ্রঃ-এই চার কলম কবি সরকার মুনীর আর আমার প্রয়াস, "কবিতা চোর" ফেসবুক পেইজের জন্য আপনিও লিখে পেলুন চার লাইন।