রাত পোহালেই নতুন বছর, কতো আয়োজন কতো ব্যস্ততা
আমি ভাবি অন্য রকম, হারিয়ে গেল একটি বছর!
জীবন কি থেমে আছে ? চলছে তার গতিতেই
মেতে আছি দুনিয়ার রতিতে।
খোলস পাল্টে নতুন খোলসে কিছুটা রং তো বটে!
নতুন জামা নতুন পোষাকে সেজেছে সবাই
সাদা পাঞ্জাবী-পায়জামা সাথে রাবারের সেন্ডেল
পান্তা-ইলিশ না বা মিলুক তবু বৈশাখ আসবেই।
চারুকলা রমনায় লোকারণ্য নাই হউক
মঙ্গলশোভা যাত্রা পেঁচার মোখসে রাবণ নাই নিয়ে এলে,
তবু বৈশাখ আসবেই।
ক'বে থেকে এই শোভা যাত্রা, তাতে কি মঙ্গল আসছে ?
প্রতি বছর এতো রং এতো আল্পনা, কই, রং তো সড়কেই থাকছে।
"মঙ্গলশোভা যাত্রায় আসে না মঙ্গল! আসে শুধু শনি
অন্তরেতে আলো জ্বাল, চল আঁধার হাটিয়ে ঊষা আনি।"