এক যে আছে রঙ্গ ভূমি, বঙ্গ যে তার নাম
সেথায় গরীব দুঃখির নেই যে কোন দাম।
ওখানে টাকা ছাড়া হয় না কোন কাম
সব দপ্তরে সব খানেতে থাকে শুধু জ্যাম।
শোষণ করে শত নেতা-খেতা, সাধু-রাম
তবু প্রজার মনে খুশি, বাড়ায় দেশের সুনাম।
দুই বেলাতে দু'মুঠো ভাত যদি তারা পায়
শত কষ্টের মাঝেও দুঃখ গুলো ভুলে যায়।
তবু মজে রাজার কথায়, রাজারই গুন গায়
দুঃখ জীবন সঙ্গী, গরীব প্রজার বাঁচা বড় দায়।