এই চাঁদ এতোটা সুন্দর নয়, কিছুটা আছে তার কলঙ্ক,
জ্যোৎস্না আছে তাই, ভালবাসে সবাই, কবি'র হয়ে যায় প্রিয়তম।
কবিতা গানে উপমায় যদি চাঁদ না থাকে কাব্য যেন পথ হারায়,
সুর যেন বে-সুরে ককর্শ বাজে, পাখি তার নীড় হারায়।
“কবি কবিতায় নিজেকে বিলিয়ে চাঁদ বেঁচে আছে জ্যোৎস্নায়”।


.
৮/৮/২০১৬ ইং