যেথায় আমি আলো দেখি তুমি দেখো আঁধার,
তোমার-আমার এই ব্যবধান; বলো সখি দোষ কার?
একটু আলোর আশায় যারা ঘর ছেড়েছে আজ!
ভাবছে এখন ভুল ছিলো তা লাগছে বড্ড লাজ!
দুপুর হলেই সন্ধ্যা নামে থাকি আমি যে গ্রামে,
মানুষ গুলো কালোর মাঝে হারায় সস্তা দামে!
আমি যদি হারিয়ে যাই গুমনামের ঐ বনে,
আমায় খুঁজবে কি গো সখি তুমি জনে-জনে ?