আজও বৃষ্টি ঝরে আগের মতো
বদলেছে তার শব্দ,
কুঁড়ে ঘর, ছন, টিনের ছাল
হয়ে গেছ আজ জব্দ।
বৃষ্টির জলে বান ভাসে; তবে
পাবেনা তো খোঁজে মাছ,
“মাছে ভাতে বাঙ্গালী”র সে প্রবাদ
গল্প কবিতায় বাস।
ইট পাথরের অট্টালিকায়
পাইনা বৃষ্টির মজা,
শ্রাবণ যায় চলে; দূর প্রবাসে
একেলাই পাচ্ছি সাজা।


শ্রাবণ ১৪২৪, জুলাই ২০১৭