বাঁচা-মরা জয়-পরাজয় এই জীবনের অংশ,
অধৈর্য যে অকার্য হয় হারে অধিকাংশ।
শক্ত করে রপ্ত করো
অক্ত ধরে ভক্তি ধরো,
তাঁর ইশারায় চলছে ভুবন; সৃষ্টি কিবা ধ্বংস।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১২ পৌষ ১৪৩০, ২৭ ডিসেম্বর ২০২৩