#
যদি সব পাখি ঘরে ফিরে যায়
ফিরে দেখে ঘর বলে কিছু নাই!
যদি সব নদীর জল সাগরে না যায়
ফিরে এসে পাখিদের বাসা ডুবায়!


#
সেই থেকে আমি হাঁটিতেছি পথ-
চলছে জীবন জীবনেই রথ !
কতো রাত আর কতো দিন
নির্ঘুম চোখে চেয়ে থেকে-থেকে ক্লান্ত আজ !
রঙ্গ নেই মনে; পানশে এখন বাড়ছে শুধুই জীবনের ঋণ !
তবু অপেক্ষা হবে না দীর্ঘ; নেবে না রূপ প্রতীক্ষায়
তুমি আসবে আসবেই জ্যোৎস্না শেষে; কোন এক বিকেলে আছি অপেক্ষায় ।