শোকের দিনে সুখের হাসি
দেখতে বড় বেমানান,
---   বঙ্গবন্ধু কাঁদছে দুঃখে
সয়না যে আর অপমান।
সেলফি বাজি, ফটো পোজে
মিঠাই, বিরিয়ানি,
ভাগ নিয়ে যে ঝগড়া হচ্ছে
দিচ্ছে গালি চুত - রানি।
‘শোক’ তো আজ ‘শোক’ নয়
দলবাজীর এই বাজারে,
লোক দেখনো কাঁন্নার জল
অট্ট হাসি হাসে রে।
যদি, বেগম জিয়া কেক কাটে
লাগে তোমার অন্তরে,
তুমি কাট কেক কোন সুখে
শোকের এই বন্দরে।
মনে থাকুক শোকের দুঃখ
ভাল হওয়ার পণ,
গরীব-দুঃখী, নিঃস্ব অসহায়রে
করো আপনজন।


২৫ শ্রাবণ ১৪২৪, ০৯ আগস্ট ২০১৭