কার জন্য যে কাঁদো তুমি
দখল করে জমি,
সময় হলে যাবো চলে
র'বো না তুমি-আমি।
পরের ঘরে জ্বেলে আলো
নিজের ঘরে আঁধার,
সুখের জন্য লড়াই করে
থাকে শুধু ধার ।
সুখ যে একটা সোনার হরিণ
যায় না তারে ধরা,
সুখের আশায় জীবন শেষে
শূন্য ছাড়ে ধরা ।


শনিবার
১০ আষাঢ় ১৪২৫, ২৩ জুন ২০১৮